Header Ads

পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ ১২জন সদস্য



 পিএসসি মূলত বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগের জন্য গঠিত একটি সাংবিধানিক সংস্থা। এটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা এবং আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়ও অংশ নেয়।


সোহরাব হোসাইন তার চাকরিজীবনে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।


মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষে সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী **প্রথম আলোকে** জানান, 'পিএসসি চেয়ারম্যানসহ ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এসব পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। এখনও দুজন সদস্য পদত্যাগপত্র জমা দেননি, তবে তারা আগামীকাল (বুধবার) মধ্যে জমা দেবেন।'


এদিকে, পিএসসির সংস্কার এবং চাকরির পরীক্ষাগুলো দ্রুত শুরু করার দাবি জানান **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম**। গত শনিবার রাতে তিনি ফেসবুকে একটি পোস্টে লেখেন, এ সপ্তাহের মধ্যেই পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের পরীক্ষাগুলো শুরু করতে হবে। তিনি আরও বলেন, 'যে তরুণ প্রজন্ম এই আন্দোলনের অগ্রনায়ক, তাদের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে।'


পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।


তবে এখনও পদত্যাগপত্র জমা দেননি সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং সাবেক সচিব ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। তারা আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.