Header Ads

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন




 মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে ফেসবুকে অনেকেই পোস্ট করতে থাকেন।


এই গুজবের বিষয়ে এবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।




উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তার পোস্টে লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টারাও দেশ ছাড়লেন।’ ফেসবুকে দেওয়া এই পোস্টটি তিনি মজা করে লিখেছেন কি না, তা স্পষ্ট করেননি। তবে পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘সোর্স: চালাই দেন।’


এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঘিরে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। রাতভর চলা এসব গুজবের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করতে এই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.