ভারতের রাফায়েল, পাকিস্তানের এফ ১৬— শক্তিশালী কোনটি?
একটি দেশ কতটা উন্নত এবং শক্তিশালী তা ওই দেশের সমর শক্তি পরিমাপ করলে অনেকটাই বোঝা যায়। বিশেষ করে কোন একটি দেশের কতটা যুদ্ধ বিমান আছে? এসব বিমান কতটা বিধ্বংসী? তার ওপর নির্ভর দেশটির প্রতিরক্ষা। কেননা, একটি রাষ্ট্র যখন আকাশে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়, তখন বহি:শত্রুর আক্রমণ প্রতিহত করার ইঙ্গিতও বহন করে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান। এই দেশ দুইটি বরাবরই যুদ্ধ বিমানের মহড়া দিয়ে আসছে। তাদের বহরে নিত্যনতুন যোগ হচ্ছে যুদ্ধযান। এক্ষেত্রে ভারতের রাফায়েল এবং পাকিস্তানের এফ ১৬ বিমান দুইটির তুলনা করাই যায়। জানুন এই দুইটি যুদ্ধ বিমানের মধ্যে কোনটি শক্তিশালী।
ভারতের যুদ্ধ বিমান রাফায়েল
ফ্রান্সে তৈরি যুদ্ধ বিমান রাফায়েল অত্যাধুনিক সমর সাজে সজ্জিত। এগুলো মূলত জেট বিমান।
রাফাল যুদ্ধবিমানগুলো ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত থেকে অপারেটর করা হচ্ছে
Dassault Rafale বা রাফায়েলে ফরাসি বিমান। এই বিমানটিকে ফোর প্লাস প্লাস প্রজন্মের যুদ্ধবিমান বলা হয়। আজ সারা বিশ্বে রাফালের চাহিদা। এমন পরিস্থিতিতে জেনে নিন কতটা বিপজ্জনক

No comments