Header Ads

শ্রীপুরে ছিনতাই --ইট দিয়ে আঘাত করে হত্যা ওষুধ ব্যবসায়ী হাসিবুলকে

               স্ত্রী ও চার সন্তানকে নিয়ে প্রাইভেট কারে ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। যানজটের কারণে শ্রীপুরে শ্বশুরবাড়িতে পৌঁছাতে তাঁদের রাত তিনটা বেজে যায়। তখন হাসিবুলের স্ত্রীকে ঘিরে ধরে ১৫ থেকে ২০ জনের কিশোর-তরুণদের একটি দল। একপর্যায়ে তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে হাসিবুল বাধা দেন। তখন স্ত্রী-সন্তানদের সামনে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে তারা। স্বামীকে হারিয়ে স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘চাইরটা সন্তানের এখন কী হইব? চোখের সামনে মানুষটারে এইভাবে মাইরা ফালাইল।’

           গতকাল বুধবার দিবাগত রাতে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের বাসিন্দা। তবে শ্রীপুরে শ্বশুর মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। সেখানে তাঁর একটি ওষুধের দোকান আছে।
আজ বৃহস্পতিবার সকালে নিহত হাসিবুলের শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের ভিড়। বাড়ির ভেতর কান্নার আওয়াজ। আহাজারি করছেন নিহত হাসিবুলের শাশুড়ি হনুফা বেগম। কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাদের পরিবারে সেই আছিল একমাত্র ভরসার মানুষ। বাড়িঘর দেইখা রাখা, স্ত্রী-সন্তান ও আমারে দেইখা রাখার আর কেউ রইল না। যারা আমার মেয়ের জামাইরে মারছে, আমি তাদের ফাঁসি দেইখা মরতে চাই।’
হনুফা বেগম প্রথম আলোকে বলেন, হত্যাকারীরা স্থানীয়। তাঁরা তাঁদের সবাইরে চেনেন। জায়গাজমি কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কারও বিরোধ ছিল না। মাদকাসক্ত তরুণ ও কিশোরদের কয়েকটি গ্রুপ নিয়মিত এলাকায় টহল দেয়। স্থানীয় রুবেল দলের নেতৃত্বে দেন। তাঁরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক বিক্রি ও সেবন করেন। তাঁদেরই কয়েকজন মিলে প্রথমে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করেন। বাধা দেওয়ায় হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেন।
নিহত হাসিবুলের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, তাঁরা রাতের খাবার খেয়ে ঢাকা থেকে শ্রীপুরে আসেন। আজ সন্তানদের স্কুলে ভর্তির কাজ করার কথা ছিল। যানজট থাকায় বাড়িতে পৌঁছাতে রাত পৌনে তিনটা বেজে যায়। বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় রুবেল, রোমান, অন্তরসহ ১৫ থেকে ২০ জন তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে ঘরের চাবি ছিল না। দোকান থেকে স্বামী ওই চাবি নিয়ে ফিরে দেখেন, তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছেন এবং মারধর করছেন। তখন তিনি বাধা দিলে তাঁরা তাঁকে ইটের আঘাত করে হত্যা করেন।
      খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্থানীয় মো. আলী আকবরের ছেলে অন্তর (২০) ও পাশের ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার নিজামের ছেলে মো. রোমানকে (২১) অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে। তাঁদের দুজনের একজনের বাড়ি নিহত ব্যক্তির শ্বশুরবাড়ির ২০০ গজের মধ্যে। 
        শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় নিহত হাসিবুলের স্ত্রী বাদী হয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। দুজন ইতিমধ্যে পুলিশের হেফাজতে আছে। অন্য আসামি রুবেলকে তাঁরা আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছেন।

No comments

Powered by Blogger.